ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

সিলেট পৌঁছলো পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
সিলেট পৌঁছলো পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট দল

সিলেট: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে সিলেটে পৌঁছেছে পাকিস্তান ও আফগানিস্তান ক্রিকেট দল।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় নভো এয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দল দু’টির খেলোয়াড়রা সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান।



সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম বাংলানিউজকে এ তথ্য জানান।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে খেলোয়াড়দের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নগরীর হোটেল ‘রোজভিউ’ এ নেওয়া হবে বলে জানান মাহি উদ্দিন সেলিম।

এছাড়া অপর দু’টি দল শ্রীলঙ্কা ও কানাডা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর সোয়া ১টার দিকে সিলেট পৌঁছানোর কথা বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।    

বুধবার (২৭ জানুয়ারি) সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ বিশ্বকাপে সিলেটের দু’টি ভেন্যুতে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের ৫টি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

** পাঁচ স্তরের নিরাপত্তায় থাকবে সিলেট

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।