ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আইসিসি-ইএসপিএনের চার বছরের চুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, জানুয়ারি ২৬, ২০১৬
আইসিসি-ইএসপিএনের চার বছরের চুক্তি

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে চুক্তি করেছে জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। বিশ্বখ্যাত ক্রীড়া ওয়েবসাইটটি চার বছরের জন্য (২০১৯) চুক্তি করেছে আইসিসির সঙ্গে।



চুক্তির আওতায় আটটি মেগা ইভেন্টের ম্যাচ, পোস্ট ম্যাচের হাইলাইটসের ভিডিও ইএসপিএনের ওয়েবসাইটে দেখা যাবে। ইএসপিএনের নিজস্ব অ্যাপসেও পাওয়া যাবে আইসিসির অফিশিয়াল ক্রিকেট ম্যাচের খবরাখবর।

চুক্তি নিয়ে ইএসপিএনের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার চার্লি ক্লাসেন জানান, আমরা আইসিসির সঙ্গে চার বছরের চুক্তি সম্পন্ন করতে পেরে গর্বিত। মেগা ইভেন্টের অফিসিয়াল ম্যাচগুলোর ভিডিও ক্লিপ, পোস্টম্যাচের হাইলাইটস, ম্যাচের লাইভ কাভারেজের দায়িত্ব পাওয়ায় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হলো।

আইসিসির সাথে ইএসপিএনের চার বছরের চুক্তিতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬, চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭, নারীদের বিশ্বকাপ-২০১৭ ও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৯।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।