ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

‘অসম্মানিত হয়েছি’—পাঞ্জাব কিংস নিয়ে ক্ষোভ উগরে দিলেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, সেপ্টেম্বর ৮, ২০২৫
‘অসম্মানিত হয়েছি’—পাঞ্জাব কিংস নিয়ে ক্ষোভ উগরে দিলেন গেইল পাঞ্জাবের জার্সিতে ক্রিস গেইল/সংগৃহীত ছবি

আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ক্রিস গেইল সম্প্রতি জানিয়েছেন, পাঞ্জাব কিংসের হয়ে খেলার সময় ক্যারিয়ারের শেষভাগে তিনি কঠিন সময় পার করেছিলেন।  

আইপিএলে বহু রেকর্ডের মালিক গেইল ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত সাফল্য পান।

তবে ক্যারিয়ারের শেষভাগে তিনি পাঞ্জাব কিংসে যোগ দেন। ২০১৮ সালে ২ কোটি রুপিতে দলে ভেড়ানো গেইল সেখানে ৪১ ম্যাচ খেলে ১ হাজার ৩৩৯ রান করেন, গড় ছিল ৩৬ ও স্ট্রাইক রেট ১৪৩।

২০২১ সালে করোনা মহামারির সময় জৈব সুরক্ষা বলয়ের (বায়ো-বাবল) মধ্যে খেলতে গিয়ে মাঝপথেই গেইল দল ছাড়েন। সম্প্রতি এক পডকাস্টে ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’ জানান, ফ্র্যাঞ্চাইজির আচরণে তিনি অসম্মানিত বোধ করেছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

গেইল বলেন, ‘আমার আইপিএল ক্যারিয়ার আসলে সময়ের আগেই শেষ হয়ে যায় পাঞ্জাব কিংসের সঙ্গে। আমাকে ফ্র্যাঞ্চাইজি অসম্মান করেছে। এত কিছু দেওয়ার পরও তারা আমাকে ঠিকভাবে দেখেনি। আমার সঙ্গে বাচ্চার মতো আচরণ করেছে। প্রথমবার জীবনে আমি হতাশা ও বিষণ্নতায় ভুগি। তখন বুঝতে পারি মানসিক চাপ কতটা ভয়ংকর হতে পারে। ’

গেইল জানান, তিনি সেই সময়ে পাঞ্জাব কিংসের কোচ অনিল কুম্বলেকে ফোন করে নিজের কষ্টের কথা জানান গেইল, ‘টাকা তখন কোনো বিষয় ছিল না, মানসিক স্বাস্থ্যই আসল। বায়ো-বাবলে বন্দি থাকা অবস্থায় ভেতর থেকে ভেঙে পড়ছিলাম। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলার পরই বুঝি, আর চালিয়ে গেলে আমি নিজের ক্ষতি করব। ’

তিনি আরও বলেন, ‘কুম্বলেকে ফোনে বলার সময় ভেঙে পড়েছিলাম, কেঁদেও ফেলেছিলাম। আমি খুব কষ্ট পেয়েছিলাম ফ্র্যাঞ্চাইজির আচরণে এবং কোচ হিসেবে তার ভূমিকাতেও হতাশ হয়েছিলাম। ’

গেইলের শেষ আইপিএল ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। পুরো আইপিএল ক্যারিয়ারে তিনি ১৪২ ম্যাচে ৪৯৬৫ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪৮.৯৬। বিদায়ের সময় তৎকালীন অধিনায়ক লোকেশ রাহুল তাকে অনুরোধ করেছিলেন থেকে যাওয়ার জন্য। কিন্তু গেইল তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, ‘রাহুল ফোন করেছিল, বলেছিল পরের ম্যাচ খেলো। কিন্তু আমি বললাম, তোমাদের জন্য শুভকামনা। আমি ব্যাগ গুছিয়ে চলে গেলাম। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।