ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১৮৪ রানেই গুটিয়ে গেল লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
১৮৪ রানেই গুটিয়ে গেল লঙ্কানরা ছবি: সংগৃহীত

ঢাকা: যুব বিশ্বকাপের একাদশতম আসরে গ্রুপ ‘বি’ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল। টসে জিতে আগে ব্যাট করে লঙ্কান যুবারা ১৮৪ রানেই গুটিয়ে গেছে।



আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কান দুই ওপেনার কেভিন বানদারা আর আভিসকা ফার্নান্দো স্কোরবোর্ডে ৪৮ রান তোলেন। বানদারা ২০ ও ফার্নান্দো ৩০ রান করে বিদায় নেন। এরপরই খেই হারিয়ে ফেলে লঙ্কানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

কামিন্দু মেন্ডিস ১৩, ওয়ানিদু হাসারাঙ্গা ২০ ও দামিথা সিলভা ১৪ রান করে বিদায় নেন। তবে, দলপতি চারিথ আসালাঙ্কা ইনিংস সর্বোচ্চ ৭১ রান করে দলকে লো-স্কোরের হাত থেকে উদ্ধার করেন। তার ৯১ বলে সাজানো ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি।

৪৮.১ ওভার ব্যাট করে অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কা ১৮৪ রান তুলতে সক্ষম হয়।

আফগানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শামসুর রহমান। এছাড়া দুটি করে উইকেট পান কারিম জানাত ও জহির খান।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।