ঢাকা: নিউজিল্যান্ডের অলরাউন্ড নৈপুণ্যে রীতিমত বিধ্বস্ত হলো অস্ট্রেলিয়া। ওডিআই ক্রিকেটে যারা বিশ্বচ্যাম্পিয়ন, তারাই কিনা ২৪.২ ওভারে অলআউট! ভুলে যাওয়ার মতো পারফরম্যান্সে রেকর্ড বুকেও নাম লেখান স্মিথ-ওয়ার্নাররা।
আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৭৭ সালে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৫২ মোকাবেলায় মাত্র ৭০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। যা অজিদের সর্বনিম্ন স্কোরও বটে। নিউজিল্যান্ডের বিপক্ষেও একবার (অ্যাডিলেড, ১৯৮৬) ৭০ রানে অলআউট হয় তারা।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) অকল্যান্ডের ইডেন পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। কিউইদের দেয়া ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৮ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। ১৫৯ রানের বিশাল জয় পায় স্বাগতিকরা। রানের হিসেবে অজিদের বিপক্ষে ব্ল্যাক ক্যাপসদের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪১ রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ওয়ানডেতে এ প্রথম ইনিংসের প্রথম দশ ওভারের মধ্যে অজিদের ছয়টি উইকেটের পতন হলো। এ ম্যাচের আগে ২০০২ সালের পর ওয়েস্ট ইন্ডিজ (গ্যাবা, ২০০৫) ও দক্ষিণ আফ্রিকার (সেঞ্চুরিয়ান, ২০০৯) বিপক্ষে পাঁচ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার তারা সেটিকেও ছাড়িয়ে গেল!
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরএম
** কিউইদের কাছে অজিদের অসহায় আত্মসমর্পণ