ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সমতায় ফিরলো অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
সমতায় ফিরলো অজিরা ছবি : সংগৃহীত

ঢাকা: মিচেল মার্শ ও টেলএন্ডারে নামা জন হ্যাস্টিংয়ের দারুণ ব্যাটিং দৃঢ়তায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিতে ১-১ এ সমতায় ফিরলো অস্ট্রেলিয়া। ২১ বল বাকি থাকতে চার উইকেটের জয় পায় অজিরা।



ওয়েলিংটনে আগে ব্যাট করা নিউজিল্যান্ডের ২৮১ রানের জবাবে শুরুটা দারুণ করেন অজি দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। দু’জনে মিলে ১২২ রানের জুটি গড়ে দলকে জয়ের ভীত গড়ে দেন। তবে ইনর্ফম খাজা ব্যক্তিগত ৫০ রান করে প্যাভিলিওনে ফেরেন।

খাজা আউট হওয়ার পর ওয়ার্নার অসাধারণ দক্ষতায় ব্যাটিং করলেও অন্যপ্রান্তে চলে আসা-যাওয়ার মিছিল। বোলারদের দাপুটে বোলিংয়ে ম্যাচে ফিরে কিউইরা। এক পর্যায়ে ওয়ার্নার ৯৮ রান করে আউট হলে হারের শঙ্কা জাগে সফরকারী শিবিরে। ৭৯ বলে আট চার ও চার ছক্কায় নিজের ইনিংসটি খেলে মিচেল স্যান্টনারের বলে আউট হন ওয়ার্নার।

অজিদের ইনিংসে পরে হাল ধরেন অলরাউন্ডার মার্শ। তিনি ফাস্ট বোলার হ্যাস্টিংকে নিয়ে ৮৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। মার্শের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৯ রান। আর ৪৮ রান করেন অপরাজিত থাকা হ্যাস্টিং। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান স্যান্টনার।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২৮১ রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন কেন উইলিয়ামসন। এছাড়া দলের অন্য ব্যাটসম্যানদের ধারাবাহিকতায় ভালো সংগ্রহ পায় স্বাগতিকরা।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জস হ্যাজেলউড। আর দুটি করে উইকেট নেন স্কট বোল্যান্ড, অ্যাডাম জাম্পা ও মিচেল মার্শ। আর অলরাউন্ড পারফর্মের জন্য ম্যাচ সেরার পুরস্কারও ওঠে মার্শের হাতে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।