ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা।
আর বল হাতে ইংলিশদের হয়ে দারুণ পারফর্ম করেন রিসি টপলি।
আগে ব্যাট করে দ. আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৬২ রান। জবাবে ৪৬.২ ওভার ব্যাট করে ২২ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন হাশিম আমলা। আরেক ওপেনার কুইন্টন ডি কক করেন ২২ রান। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৪৮ বলে ৪৬ রান করেন ফাফ ডু প্লেসিস। আর চারে নেমে ৯১ বলে ৭৩ রান করেন দলপতি ডি ভিলিয়ার্স।
এছাড়া জেপি ডুমিনি ৪৭, রিলে রুশো ১১, বেহারদিয়েন ২৩ আর কেগিসো রাবাদা ১২ রান করেন।
ইংলিশদের হয়ে টপলি ৯ ওভারে ৫০ রানের বিনিময়ে তুলে নেন সর্বোচ্চ ৪টি উইকেট। দুটি উইকেট পান বেন স্টোকস। আদিল রশিদ নেন একটি উইকেট। উইকেট পাননি উইলি, মঈন আলি আর ক্রিস জর্ডান।
২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড দলীয় ২০ রানের মাথায় হারায় ওপেনার জ্যাসন রয়কে (১৪)। আরেক ওপেনার হেলস খেলেন ৯৯ রানের অনবদ্য একটি ইনিংস। তার ১২৪ বলে সাজানো ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি।
তিন নম্বরে নামা জো রুট করেন ৩৮ রান। দলপতি মরগানের ব্যাট থেকে আসে ২৯ রান। বেন স্টোকস মাঝে নেমে শূন্য রানেই সাজঘরে ফেরেন। শেষদিকে ইনফর্ম ব্যাটসম্যান জোস বাটলার ব্যাটে ঝড় তোলেন। মাত্র ২৮ বলে ৪৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তার ঝড়ো ইনিংসে ছিল ৪টি চার আর ৩টি ছক্কা। ২১ রানে অপরাজিত থাকেন ১৫ বলে তিনটি বাউন্ডারি হাঁকানো মঈন আলি।
প্রোটিয়াদের হয়ে তিনটি উইকেট নেন কাইল অ্যাবোট। আর দুটি উইকেট পান মরনে মরকেল। এছাড়া উইকেট শূন্য ছিলেন রাবাদা, ইমরান তাহির, বেহারদিয়েন আর ডুমিনি।
ম্যাচ সেরা হন অ্যালেক্স হেলস। এ ম্যাচে জিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০তে লিড নিল ইংলিশরা।
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর/