ঢাকা: অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক স্টিভ ওয়াহকে অন্যতম স্বার্থতর ক্রিকেটার হিসেবে আখ্যা দিলেন অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। ‘চ্যানেল টেন’ এ দেওয়া এক সাক্ষাৎকারে ১৭ বছর আগের একটি ঘটনা টেনে এনে ওয়াহর ব্যাপক সমালোচনা করেন তিনি।
বিভিন্ন কারণেই নাকি কিংবদন্তি টেস্ট অধিনায়ক স্টিভ ওয়াহকে পছন্দ করেন না ওয়ার্ন। তার মধ্যে ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা তুলে ধরেন সাবেক বিশ্বসেরা এ লেগস্পিনার।
সেবার চার ম্যাচ টেস্ট সিরিজের তিনটি শেষে ২-১ এ এগিয়ে থাকে ক্যারিবীয়রা। তিন ম্যাচে মাত্র দু’টি উইকেট লাভ করেন ওয়ার্ন। ১৯৯৮ সালে কাঁধের অস্ত্রোপচারের পর এটি ছিল তার দ্বিতীয় সিরিজ। বাজে পারফরম্যান্সের কারণেই সিরিজ বাঁচানোর ম্যাচে বাদ পড়েন অজি টেস্ট দলের তখনকার সহ-অধিনায়ক।
শেষ টেস্টে ওয়ার্নের পরিবর্তে লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের স্পিন সঙ্গী হন অফস্পিনার কলিন মিলার। অজিরাও ১৭৬ রানের দাপুটে জয়ে ফ্রাঙ্ক ওয়ারেল ট্রফি ধরে রাখে। সিরিজ জয়ের কাছাকছি গিয়েও ২-২ সমতায় স্বাগতিক ও. ইন্ডিজের স্বপ্নভঙ্গ হয়।
ওয়ার্ন বলেন, ‘অনেক কারণেই আমি স্টিভ ওয়াহকে পছন্দ করি না। তার মধ্যে এটি একটি (১৯৯৯ সালে ও. ইন্ডিজ সফরে দল থেকে বাদ পড়া)। কারণ, আমি যাদের সঙ্গে খেলেছি তার মধ্যে স্টিভ অন্যতম স্বার্থপর ক্রিকেটার। একটা ব্যাপারে তার ওপর আমি খুবই বিরক্ত হই। ১৯৯৯ সালে ও. ইন্ডিজ সফরে একটা টেস্টে আমাকে স্কোয়াডে রাখা হয়নি। সিরিজ নির্ধারণী ম্যাচটির আগে অধিনায়ক স্টিভ ওয়াহ, সহ-অধিনায়ক (আমি), কোচ জিওফ মার্শ মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, শেষ ম্যাচটিতে দলে পরিবর্তন আনা হবে। ’
‘এরপর আমরা নির্বাচকদের কাছে যাই। ওই সিরিজে বোলিংয়ে আমার পারফরম্যান্স ভালো ছিল না। আমি ভেবেছিলাম, আমাকেই বলির পাঁঠা বানানো হবে। সিলেকসন টেবিলে স্টিভ ওয়াহ আমাকে বলেছিলেন, তুমি খেলছ না। আমি বিস্ময় প্রকাশ করলে তিনি উত্তেজিত কণ্ঠে বলেন, অামি দলের অধিনায়ক...তোমার এ ম্যাচে খেলা হচ্ছে না। ব্যাপারটিতে আমি খুবই হতাশ হয়েছিলাম। আরো বিভিন্ন কারণে স্টিভ ওয়াহকে আমি পছন্দ করি না। কিন্তু এটি অন্যতম ছিল। তখন আমি ভেবেছিলাম, এরপর আর কোনোভাবেই তার সঙ্গে সম্পর্ক ভালো করা সম্ভব নয়। ’
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএম