ঢাকা: মার্চে ভারতে বসবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর আসন্ন এ আসরে জাহানারা আলম, সালমাদের নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ হতে পারেন মোহাম্মদ সালাহউদ্দিন।
খুব শিগগিরই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নারী দল ঘোষণা করা হবে।
এবারের বিপিএলে মাশরাফি বিন মতুর্জার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জিতিয়েছেন সালাহউদ্দিন।
এক মাসের জন্য তাকে বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা চিন্তা-ভাবনা করছে বিসিবি। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিসিবির বোর্ড পারিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান এম এ আউয়াল চৌধুরী বুলু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আমাদের নারী দলের ভালোমানের ব্যাটিং কোচ নেই। তাই আমরা সালাহউদ্দিনের ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করেছি। আমাদের এই প্রস্তাবনা বোর্ড সভায় বা বিসিবি সভাপতি অনুমোদন দিলে নারী দলের এক মাসের জন্য ব্যাটিং কোচ হবেন সালাহউদ্দিন।
নারী দলের মিডিয়া ম্যানাজার মোহাম্মদ সেলিম বাংলানিউজকে জানান, আমরা ১৪ ফেব্রুয়ারি থেকে দলকে নিয়ে ক্যাম্প শুরু করবো। তবে, কোথায় ক্যাম্প করা হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর