ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এক সেঞ্চুরির জবাব দুই সেঞ্চুরিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এক সেঞ্চুরির জবাব দুই সেঞ্চুরিতে ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জিতেছে প্রোটিয়ারা। ইংলিশদের ৭ উইকেটে হারায় এবিডি ভিলিয়ার্সের দল।

ফলে, সিরিজের প্রথম দুই ম্যাচ জেতা ইয়ন মরগানের ইংল্যান্ডকে সিরিজ জিততে পরের দু্ই ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে। এ ম্যাচ জিতে প্রোটিয়ারা সিরিজে টিকে থাকলেও ইংলিশরা লিড ধরে রেখেছে ২-১ ব্যবধানে।
 
আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩১৮ রান। জবাবে, ২২ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দ. আফ্রিকা।
 
ইংলিশদের হয়ে ইনিংস সর্বোচ্চ ১২৫ রান করেন তিন নম্বরে নামা জো রুট। রান আউট হয়ে ফেরার আগে তিনি ১১৩ বল মোকাবেলা করে ১০টি চারের সঙ্গে আরও ৫টি ছক্কা হাঁকান। ওপেনার জ্যাসন রয় ২০ রান করলেও আরেক ওপেনার অ্যান্ড্রু হেলস করেন ৬৫ রান।
 
বেন স্টোকসের ব্যাট থেকে আসে ৫৩ রান। স্ট্রোকের ফুলঝুড়ি সাজিয়ে ৩৭ বলে ৫টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি হাঁকান স্টোকস।
 
প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন কাইল অ্যাবোট ও কেদিসো রাবাদা।
 
৩১৯ রানের লক্ষ্যে দ. আফ্রিকার হয়ে ইনিংস শুরু করেন কুইন্টন ডি কক আর হাশিম আমলা। দুই ওপেনারই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। জুটি গড়েন ২৩৯ রানের।
 
৩৭তম ওভারে উইকেটের দেখা পায় ইংলিশরা। ডি কক ফেরেন ১৩৫ রানের অনবদ্য ইনিংস খেলে। তার এই শতক হাঁকানো ইনিংসটি সাজানো ছিল ১১৭ বলে ১৬টি চার আর ৪টি ছক্কায়।
 
ডি ককের বিদায়ে আসা ডেভিড উইসি ৭ রান করে ফেরেন। ডু প্লেসিস ২৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।
 
আমলার ব্যাট থেকে আসে ১২৭ রান। তার ইনিংসটি ছিল ১৩০ বলে সাজানো। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩টি বাউন্ডারি আর ২টি ওভার বাউন্ডারি।
 
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।