ঢাকা: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে অনন্য এক অর্জনের হাতছানি। বৃহস্পতিবার (১১ ফেব্রয়ারি) আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই স্বপ্নের ফাইনালে পৌঁছাবে স্বাগতিক বাংলাদেশ।
এমন এক গুরুত্বপূর্ন ম্যাচের সামনে দাঁড়িয়েও বাড়তি উত্তেজনায় আচ্ছন্ন হচ্ছেন না জুনিয়র টাইগারদের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি নাকি সেমিফাইনাল বলে মনেই হচ্ছে না তার। আট-দশটা ম্যাচের মতো করেই কালকের ম্যাচ নিয়ে ভাবতে চান মিরাজ।
বুধবার (১০ ফেব্রয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘সত্যি কথা বলতে, এটা ‘সেমিফাইনাল’ খেলা হিসেবে আমরা মাথায় নিচ্ছি না। আমার কাছে একটি জিনিসই মনে হচ্ছে, কালকে একটি ম্যাচ-ওটা জিততে হবে। আমরা যে কাজটা পারি, যেভাবে অনুশীলন করেছি সেটাকে মাঠে প্রয়োগ করবো। সেমিফাইনাল-দর্শক-চাপ এগুলো আমাদের মাথায় কাজ করছে না। একটাই চিন্তা কালকের ম্যাচে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ’
কেন সেমিফাইনাল ম্যাচ ভাবতে চান না তারও ব্যাখ্যা দেন মিরাজ, ‘আমরা যদি সেমিফাইনালে ভেবে রোমাঞ্চিত এবং আবেগী হয়ে যাই তাহলে কিন্তু ম্যাচটি জিততে পারবো না। ক্রিকেট খেলা এমন একটি খেলা এখানে প্রসেসে থাকতে হবে। আপনি যদি প্রসেস থেকে বের হয়ে যান, তাহলে সফল হতে পারবেন না।
রোমাঞ্চ যখন নিজে থেকে অনুভব করা শুরু করবেন তখন চাপ কাজ করবে। তখন ন্যাচারাল খেলা খেলতে পারবেন না। ’ যোগ করেন মিরাজ।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/ এমএমএস