ঢাকা: ওয়ানডে সিরিজের পর এবার টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই ওয়েলিংটন টেস্টের (প্রথম ম্যাচ) জন্য দু’দলের একাদশ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দু’দল। ওয়েলিংটনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় খেলা শুরু হবে। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে (২০ ফেব্রুয়ারি শুরু)।
দীর্ঘ আড়াই বছর পর অজিদের হয়ে টেস্ট খেলতে যাচ্ছেন ডানহাতি পেসার জ্যাকসন বার্ড। স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টের একাদশে সুযোগ পাননি জেমস প্যাটিনসন ও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চাঁদ সেয়ার্স।
অন্যদিকে, রস টেইলরের ইনজুরির সুবাদে ব্ল্যাক ক্যাপসদের হয়ে টেস্ট ক্রিকেটে পা রাখছেন হেনরি নিকোলস। লর্ডসে গত বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলার পর এ প্রথম সাদা পোশাক গায়ে জড়াবেন কোরি অ্যান্ডারসন। আর ওয়ানডে সিরিজে ইনজুরিতে ভোগা অলরাউন্ডার মিচেল সান্টনারের পরিবর্তে সুযোগ পেয়েছেন মার্ক ক্রেইগ।
অস্ট্রেলিয়া একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী) : ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল (উইকেটরক্ষক), পিটার সিডল, জস হ্যাজেলউড, নাথান লিওন ও জ্যাকসন বার্ড।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএম