মিরপুর থেকে: স্বপ্নের ফাইনালে ওঠা হলো না মিরাজ-জাকির-শান্তদের। সেমিফাইনালে এসে থেমে গেল ফাইনালে ওঠার স্বপ্ন।
আইসিসি অণূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে বিদায় নিতে হলো স্বাগতিক বাংলাদেশকে। আর এক যুগ পর ফাইনালে উঠলো ওয়েস্ট ইন্ডিজের অ-১৯ দল। আগামী ১৪ ফেব্রয়ারি মিরপুরে ফাইনাল ম্যাচে তারা ভারতের বিপক্ষে খেলবে। সর্বশেষ ২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুব বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ক্যারিবীয় যুবারা।
বৃহস্পতিবার (১১ ফেব্রয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২২৭ রানের জয়ের টার্গেট ৩ উইকেট ও ৮ বল হাতে রেখেই টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নামা গিদরন পোপের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুতেই দাপট দেখায় ক্যারিবীয়রা। তেভিন ইমলাচকে নিয়ে মাত্র ৩০ বলে ৪৪ রানের জুটি অনেকটাই এগিয়ে রাখে ওয়েস্ট ইন্ডিজকে।
তবে মেহেদি হাসান মিরাজের পর পর দুই ওভারের শেষ বলে দুই ওপেনারই সাজঘরে ফিরলে ম্যাচে ফেরে বাংলাদেশ। শুরুর এমন উত্থান-পতন ছিল শেষ পর্যন্ত। মাঝারি পুঁজি নিয়েও বোলাররা বেশ কয়েকবারই ম্যাচে ফিরিয়েছিল বাংলাদেশকে। শেষ দিকেও এসেছিল একটি সুযোগ। যা কাজে লাগাতে পারেনি জুনিয়র টাইগাররা।
সাইফুদ্দিনের করা ইনিংসের ৪৭তম ওভারের প্রথম বলে উইকেটরক্ষক জাকিরকে ক্যাচ দিয়ে বিদায় নেন ওয়েস্ট ইন্ডিজের সপ্তম ব্যাটসম্যান মাইকেল ফ্রে। জয় থেকে যখন ১০ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ তখনই আসে রান আউটের সুযোগ। কিন্তু মিরাজের থ্রো সরাসরি স্টাম্পে আঘাত না লাগায় বেঁচে যান নতুন ব্যাটসম্যান রায়ান জন। রান আউট মিসের ওই চিত্রটাই যেন এ ম্যাচের প্রতিকী ছবি।
সামার স্প্রিঙ্গার ৬২ রানে অপরাজিত থেকে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন। অধিনায়ক হেটমায়ার করেন ৬০ রান। ওপেনিংয়ে গিদরন পোপ যোগ করেন ৩৮ রান।
বোলিংয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন বাঁহাতি স্পিনার শাওন গাজী। দুটি করে উইকেট নেন মিরাজ ও সাইফুদ্দিন।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসের শেষ বলে শেষ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২২৬ রান। ১১৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে কক্ষপথে ফেরান মিরাজ। অধিনায়কের সঙ্গী ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ষষ্ঠ উইকেটে এই দুজনের ৮৫ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে আড়াইশ’র দিকে ধাবিত করে।
সিঙ্গেল-ডাবলস নেওয়ার ফাঁকে বাজে বলকে দিতে থাকেন প্রাপ্য সাজা। বল হাতে নিয়েই বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেন কিমো পল। ৪৬তম ওভারে পরপর দুই বলে সেট দুই ব্যাটসম্যানকেই ফিরিয়ে দেন এই মিডিয়াম পেসার। টুর্নামেন্টে তৃতীয় অর্ধশতকের পর (৬০) শর্ট বল আকাশে উড়িয়ে ধরা পড়েন মিরাজ। পরের বলেই ডাউন দ্য উইকেটে খেলে লাইন মিস করে বোল্ড হন সাইফুদ্দিন (৩৬)। পরের ওভারে পল ফিরিয়ে দেন সাইদ সরকারকেও (২)।
টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমে অফ স্পিনিং অলরাউন্ডার মোসাব্বেক হোসেন করেন ১২ বলে ১৪। শেষ ওভারে মেহেদি হাসান রানার (১০*) ছক্কায় ২২৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচের প্রথম বলেই আলজারি জোসেফের বাউন্সারে উড়ে যায় পিনাক ঘোষের মাথার ওপর দিয়ে। নতুন বলে ২২ গজে ক্যারিবিয়ান পেসাররা গতির ঝড় তুললেও ওয়াইড-নো’তে প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ২ উইকেটে ৪৮। জুনিয়র টাইগারদের ইনিংসে প্রথম ৯ রানই আসে অতিরিক্ত খাত থেকে।
শুরুর সময়টা মোটামুটি উতরে গিয়েও বাংলাদেশ পরে খেই হারিয়ে ফেলে। বাজে শটে উইকেট ছাড়েন টপঅর্ডারের ব্যাটসম্যানরা। অফ-মিডলে থাকা বল ফ্লিক করতে গিয়ে আউট হন দলের সেরা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত (১১)। জয়রাজ শেখ হতাশ করেছেন আরও একবার। মিডিয়াম পেসার শামার স্প্রিঙ্গারের অফ স্টাম্পের বাইরের এক ডেলিভারি দৃষ্টিকটু শটে টেনে আনেন স্টাম্পে (৩৫)।
কোয়ার্টার-ফাইনালে নেপালের বিপক্ষে অসাধারণ জুটিতে জয়ের দুই নায়ক জাকির হাসান ও মিরাজ আবারও ইঙ্গিত দিচ্ছিলেন বড় কিছুর। কিন্তু হঠাৎই মনোযোগ হারিয়ে ফেলেন জাকির। হোল্ডারকে ক্রস ব্যাটে উড়িয়ে মারতে গিয়ে হারান স্টাম্প (২৪)। ওপেনার পিনাক ঘোষ ১০ বল মোকাবেলা করে ফেরেন শূন্য হাতে। আরেক ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ১০ রান।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসকে/আরএম
** স্বপ্ন পূরণ হলো না টাইগার যুবাদের
** জয় থেকে দূরে স্বাগতিকরা
** শাওনের জোড়া আঘাত
** ৩৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৭০/৪
** সাইফুদ্দিন ফেরালেন ক্যারিবীয় দলপতিকে
** ২৬ ওভার শেষে ক্যারিবীয়রা ১৪০/৩
** ১৮ ওভার শেষে ক্যারিবীয়রা ১১৪/২
** মেহেদির হুঙ্কারে সাজঘরে দুই ওপেনার
** ফাইনালে যেতে টাইগার যুবাদের পুঁজি ২২৬
** ৪৮ ওভার শেষে স্বাগতিকরা ২১১/৮
** ৪৪ ওভার শেষে বাংলাদেশ ১৮৯/৫
** যুবাদের পঞ্চম উইকেটের পতন
** ২৭ ওভার শেষে বাংলাদেশ ১১৩/৪
** সেট ব্যাটসম্যান জয়রাজের বিদায়
** ২১ ওভার শেষে বাংলাদেশ ৮৩/৩
** তৃতীয় ব্যাটসম্যান হয়ে শান্তর বিদায়
** ১২ ওভার শেষে বাংলাদেশ ৫৪/২
** দুই ওপেনারের বিদায়
** ব্যাটিংয়ে টাইগার যুবাদের দুই ওপেনার
** টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ের সিদ্ধান্ত