ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে সাত উইকেটে উড়িয়ে দিয়ে পঞ্চম স্থান অর্জন করলো পাকিস্তান। শুক্রবার (১২ ফেব্রয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৬৪ রানের লড়াকু স্কোর করেও পাত্তা পায়নি ইংলিশ যুবারা।
ওপেনার জিসান মালিকের ৯৩ ও সাইফ বাদারের অপরাজিত ৭৫ রানের অসাধারণ ইনিংসে ৪৩.১ ওভারেই তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।
ইংলিশ বোলারদের মধ্যে ম্যাশন ক্রেন, স্যাম কারান ও জর্জ গারটন একটি করে উইকেট নেন।
এর আগে স্যাম কারানের ৮৩ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে ইংল্যান্ড।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। সেখান থেকে দলের হাল ধরেন টম মুরস। তার ৪৭ রানের ইনিংসে এগুতে থাকে ইংলিশরা। এর পর কালাম টেলরের ৩৩ রানের ইনিংসে প্রাথমিক চাপ সামলায় তারা।
এক প্রান্ত আগলে রেখে স্যাম কারান লড়াই চালিয়ে যান। ৮৩ রান করা কারান যখন আউট হন তখন লড়াকু সংগ্রহের ভিত্তি পেয়ে যায় ইংল্যান্ড। শেষ দিকে ব্রাড টেলরের অপরাজিত ৩৭ ও জর্জ গার্টন ২০ রানের ইনিংস দলের সংগ্রহকে বড় করে। অতিরিক্ত খাত থেকে আসে ২৬ রান।
পাকিস্তানের বোলার সামিন গুল ও সাইফ আলী দু’টি করে উইকেট নেন। হাসান মহসিন, হাসান খান ও সাদাব খান নেন একটি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসকে/আরএম
** ইংলিশ যুবাদের লড়াকু সংগ্রহ