ঢাকা: ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন স্পন্সর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে টাইগারদের স্পন্সর হয়েছে ভোক্তাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘ফ্রেশ’।
এর আগে বাংলাদেশ দলের ছিল মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’। এবারও তারাই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের স্পন্সর হতে চেয়েছিল। কিন্তু রবিকে টপকে এবারে দলের স্পন্সর পেয়েছে ‘ফ্রেশ’।
টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাওয়া বাংলাদেশ নারী দলের স্পনসর হয়েছে ‘কিউট’।
বাংলাদেশে হওয়া সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের একাদশতম আসরে টাইগার যুবাদেরও স্পন্সর হয়েছিল ‘ফ্রেশ’।
সে সময় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা মোস্তফা জানিয়েছিলেন, আমরা সব সময়ই খেলাধুলাকে উৎসাহিত করতে চাই। আর খেলাধুলাকে উৎসাহিত করতে আমাদের যে প্রচেষ্টা, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেট কমিউনিটি ও এর বিশাল সমর্থকগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৬
এমআর