ঢাকা: রাত পোহালেই মিরপুরে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেটের আসর। বুধবার (২৪ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে মোকাবেলা করবে ভারত।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান।
বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কীনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আজ রাত থেকেই দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। আর ঢাকায় আগামীকাল দুপুরের পর ঝড়ো বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ’
এশিয়া কাপে বৃষ্টির বাগড়া প্রসঙ্গে তিনি আরও জানান ‘শুধু আগামীকালই নয়, বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে পরের দিনও। তাহলে যা দাঁড়াচ্ছে সেটা হলো, বৃষ্টি বাধায় পণ্ড হতে পারে বৃহস্পতিবারের (২৫ ফেব্রুয়ারি) ম্যাচও। ’
উল্লেখ্য, বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর