মিরপুর থেকে: বাংলাদেশের পেসারদের দাপটে শুরুতে বেশ বড় এক ধাক্কাই খেয়েছিল ভারত। সেখান থেকে রোহিত শর্মা একাই টেনে নেন দলকে।
৪৫ রানের জয় নিয়ে এশিয়া কাপ মিশন শুরু করা ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ম্যাচ শেষে পুরো কৃতিত্বটা রোহিতকেই দিলেন। ধোনি জানান, উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না। শুরুতে আমরা বেশ চাপেই পড়ে গিয়েছিলাম তিন উইকেট হারিয়ে। সেখান থেকে রোহিত স্পেশাল একটা ইনিংস খেলেছে। অমন ইনিংস ম্যাচের ওই সময়টায় খুব প্রয়োজন ছিল।
ভারতের লড়াকু পুঁজি গড়তে অবদান রেখেছেন ৬ নম্বরে নামা হারদিক পান্ডে। রোহিতের সঙ্গে উইকেটে থেকে ১৮ বলে ৩১ রান করেন এ ডানহাতি ব্যাটসম্যান। হারদিকের প্রশংসা করতেও ভোলেননি ক্যাপ্টেন কুল খ্যাত মহেন্দ্র সিং ধোনি, ‘হারদিককে বলা হয়েছিল ব্যাট চালিয়ে খেলতে। সে দারুণভাবেই সেটি করতে পেরেছে। তার ভেতরে বেশ সম্ভাবনা আছে ভবিষ্যতেও ভালো করার। ’
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর