ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে বিসিবি নর্থ জোনকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ম্যাচের চতুর্থ ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে নর্থ জোনের দরকার ছিল ৪০০ রান, হাতে ছিল আট উইকেট।
দুই উইকেটে ২২ রান নিয়ে ম্যাচের চতুর্থ দিন শুরু করা নর্থ জোন ২১৯ রানে অলআউট হলে বড় ব্যবধানে জয় পায় সেন্ট্রাল জোন। নর্থ জোনের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা মুক্তার আলী। জয়ের জন্য আগের দিন তাদের ৪২২ রানের টার্গেট দিয়েছিল সেন্ট্রাল জোন।
মোহাম্মদ শরীফ ও শুভাগত হোম তিনটি করে উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শহীদ দুটি ও শরিফউল্লাহ নেন একটি উইকেট।
মার্শাল আইয়ুবের শতকে আগের দিনই সেন্ট্রাল জোনের জয়ের সম্ভাবনা তৈরি হয়। চতুর্থ ইনিংসে ৪২২ রানের বড় লক্ষ্য দেওয়া দলটি তৃতীয় দিনে নর্থ জোনের দুই উইকেট ফেলে জয়ের সম্ভাবনা জাগায়।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়ালটন সেন্ট্রাল জোন-২৬০ ও ৩২৯/৭ (ডিক্লে:)
বিসিবি নর্থ জোন-১৬৮ ও ২১৯
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর