ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঝড়ো ব্যাটিংয়ে আফতাবের পরেই সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
ঝড়ো ব্যাটিংয়ে আফতাবের পরেই সাব্বির ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে পাওয়ার প্লের (প্রথম ছয় ওভার) দ্বিতীয় দ্রুততম রান স্কোরার এখন সাব্বির রহমান। মিরপুর স্টেডিয়ামে (২৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন এ হার্ডহিটার ব্যাটসম্যান।



পাওয়ার প্লেতে আর ২ রান করতে পারলেই সাবেক তারকা ব্যাটসম্যান আফতাব আহমেদকে টপকে যেতে পারতেন সাব্বির। ২০০৭ টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকারর বিপক্ষে প্রথম ছয় ওভারে ৩৬ রানের অসাধারণে ইনিংস উপহার দিয়েছিলেন আফতাব।

ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ মিথুন আউট হওয়ার পর উইকেটে নামেন সাব্বির। প্রথমে খানকিটা দেখেশুনে খেলার পর চতুর্থ ওভারে নুয়ান কুলাসেকারাকে রীতিমতো তুলোধুনো করেন। প্রথম চার বলে তিন চার ও এক ছক্কায় গ্যালারির হাজারো দর্শকদের উল্লাসে মাতান ২৪ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।

৩৮ বল মোকাবেলায় ছয় চার ও দুই ছক্কায় চলতি আসরে টাইগারদের হয়ে প্রথম ফিফটি তুলে নেন সাব্বির। টি-টোয়েন্টিতে এটি তার তৃতীয় অর্ধশতক। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহের ভিত পায় টাইগাররা।

কিন্তু, প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ২০ রানের আক্ষেপে পুড়েন সাব্বির। তবে মাঠ ছাড়ার ‍আগে ৫৪ বলে ৮০ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। যেখানে ১০টি চারের সঙ্গে রয়েছে ৩টি ছক্কার মার।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।