ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শহীদের বিকল্প ভাবছেন নির্বাচকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
শহীদের বিকল্প ভাবছেন নির্বাচকরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গেল শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পাওয়ায় বিপিএল থেকে ইতোমধ্যেই ছিটকে পড়েছেন নিউজিল্যান্ড সফরে টাইগারদের ২২ সদস্যের স্কোয়াডে থাকা পেসার মোহাম্মদ শহীদ।

মিরপুর থেকে: গেল শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পাওয়ায় বিপিএল থেকে ইতোমধ্যেই ছিটকে পড়েছেন নিউজিল্যান্ড সফরে টাইগারদের ২২ সদস্যের স্কোয়াডে থাকা পেসার মোহাম্মদ শহীদ।

অনাকাঙ্খিত এই চোটের জন্য শঙ্কার সৃষ্টি হয়েছে তার আসন্ন নিউজিল্যান্ড সফর নিয়ে।

কেননা হাঁটুর এই চোটের কারণে আগামী তিন সপ্তাহ তাকে থাকতে হচ্ছে বিশ্রামে, চলবে পুনর্বাসন।
 
এমতাবস্থায় শহীদের নিউজিল্যান্ড সফর প্রায় অনিশ্চিতই হয়ে দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশের আসন্ন এই সিরিজে তার বিকল্প ভাবতে শুরু করেছেন নির্বাচকরা। আর বিকল্প হিসেবে নির্বাচকরা প্রাথমিক তালিকায় রেখেছেন রুবেল হোসেন, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বিকে। উল্লেখ্য, এই তিন বোলারই বিসিবি ঘোষিত ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে স্ট্যান্ডবাই ছিলেন।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

‘শহীদের পরিবর্তে আমরা কাকে নেব তা এখনও ঠিক করিনি। লম্বা স্কোয়াড আমাদের হাতে আছে। শহীদ ছাড়া বাকি যে ফাস্ট বোলাররা স্কোয়াডে আছে তারা কিন্তু ভালো করছে। যারা আছে তারা ভালো ফর্মেও আছে। অনেকের নামই আছে। যেমন; রাব্বি আছে, আল আমিন হোসেন আছে, রুবেল আছে। আমাদের হাতে অপশন আছে অনেক। যাকেই বেছে নেই, ভালো করবে। ’

স্ট্যান্ড বাই থেকে ২২ সদস্যের দলে শহীদের পরিবর্তে কে আসছেন সেটা বিপিএল শেষে জানা যাবে বলেও আশ্বস্ত করলেন সুমন।

তবে এই তিন বোলারের ভেতরে পারফরমেন্স ও অভিজ্ঞতার বিবেচনায় এগিয়ে থাকতে পারেন রুবেল হোসেনই। প্রথমত চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তার কার্যকর বোলিং। দ্বিতীয়ত যে বিষয়টি তাকে এগিয়ে রাখতে পারে সেটি হলো, সবশষ ২০১০ সালে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে বল হাতে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার।

অন্যদিকে বিপিএলের এবারের আসরে আল আমিন পেয়েছন ৫ ম্যাচে ৫ উইকেট, সমান সংখ্যক ম্যাচে রাব্বির উইকেট মাত্র ২টি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।