ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

না ফেরার দেশে পাকিস্তানের প্রবীণ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
না ফেরার দেশে পাকিস্তানের প্রবীণ ক্রিকেটার

ঢাকা: চিরতরে চলে গেলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইমতিয়াজ আহমেদ। লাহোরে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি এতদিন পাকিস্তানের সবচেয়ে প্রবীণতম ক্রিকেটার হিসেবে বেঁচে ছিলেন। জাতীয় দলের হয়ে ইমতিয়াজ ৪১টি টেস্ট ম্যাচ খেলেছেন।

১৯৫২ থেকে ১৯৬২ পর্যন্ত নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ চার ম্যাচে পাকিস্তানকে নেতৃত্বও দিয়েছিলেন ইমতিয়াজ। সাদা পোশাকে ২৯ গড়ে তিনটি সেঞ্চুরিতে ২০৭৯ রান করেছিলেন তিনি।

এছাড়া উইকেটের পেছনে ৭৭টি ক্যাচ ও ১৬টি স্ট্যাম্পিংও করেছিলেন। ১৯৫৫ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২০৯ রানের অসাধারণ ইনিংস খেলেন।

ইমতিয়াজ পাকিস্তানের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচও খেলেছেন। আর প্রথম শ্রেণির ১৮০টি ম্যাচ খেলে ১০ হাজারেরও বেশি রান করেছেন। অবসরের পর তিনি দু’বছর জাতীয় দলের নির্বাচক ছিলেন। এক দশকের মতো দেশটির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং করিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।