১৯৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৬ রানের মাথায় ইমরুল কায়েস, তামিম ইকবাল আর সাকিব আল হাসান সাজঘরে ফেরেন। এরপর জুটি গড়েন সাব্বির-সৌম্য।
ম্যাচ শেষে মাশরাফি জানান, ‘নিউজিল্যান্ড ১৯৫ রান করার পরও আমরা আশাবাদি ছিলাম জয় নিয়ে। দ্রুত তিন উইকেট হারিয়েও আমাদের ব্যাটসম্যানরা পজিটিভলি খেলেছে। আমরা টার্গেটের খুব কাছে যেতে পারিনি। কারণ, শেষ ৭ উইকেট দ্রুত হারিয়েছে। ’
মাশরাফি মনে করেন সৌম্য-সাব্বির জুটি বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে ম্যাচ চলে যায় কিউইদের হাতের মুঠোয়। টাইগার দলপতি যোগ করেন, ‘আমরা সৌম্য এবং সাব্বিরের উইকেট হারিয়ে ম্যাচটি তাদের হাতের নাগালে তুলে দিয়েছি। তারা দু’জনই দারুণ খেলছিল। সেট ব্যাটসম্যানদের হারিয়ে আমাদের সুযোগ নষ্ট হয়েছে। সৌম্য রানে ফিরেছে। কিন্তু, বড় স্কোর করতে না পারার খেসারত দিতে হয়েছে আমাদের। ’
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ০৮ জানুয়ারি। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৬ জানুয়ারি ২০১৭
এমআরপি