ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০ জানুয়ারি শুরু হচ্ছে বিসিএল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
২০ জানুয়ারি শুরু হচ্ছে বিসিএল বিসিএল লোগো

জাতীয় ক্রিকেট লিগের ১৮তম আসরের পর্দা নামছে আজ (শুক্রবার, ০৬ জানুয়ারি)। এবার মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ, বিসিএল। আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে লংগার ভার্সন ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ আসরটি।

বিসিএলের পঞ্চম আসর শুরুর প্রস্তাবনা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি। বিসিবি সূত্রে জানা গেছে, তিনটি ফ্র্যাঞ্চাইজি বিসিএল খেলতে রাজি হয়েছে।

গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সিরিজের আগে বিসিএল আয়োজনের চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু ওই সময় একাধিক ফ্র্যাঞ্চাইজি আপত্তি তোলায় বিসিএল মাঠে গড়ায়নি।

বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত লিগের গত চার আসর ধরে অংশ নিয়ে আসছে বিসিবি নর্থ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

গত বছরের মার্চে অনুষ্ঠিত হয়েছিল বিসিএলের চতুর্থ আসর। শিরোপা জেতে ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দ্বিতীয় ও তৃতীয় আসরের শিরোপা জিতেছিল প্রাইম ব্যাংক সাউথ জোন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ০৬ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।