১২ জানুয়ারি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা নারী দলের সঙ্গে রুমানা-জাহানারা-সালমাদের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। বিকেলে ঢাকায় পৌঁছে গেছে প্রোটিয়া নারীরা।
সোমবার (০৯ জানুয়ারি) বেক্সিমকো অফিসে এ ব্যাপারে পাপন বলেন, ‘ম্যানেজারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আতহার আলী খান নির্বাচক। সিরিজের সময় তার এখানে থাকা উচিৎ। সারা বাংলাদেশ থেকে অনেক নারী ক্রিকেটর খুঁজে বের করে নিয়ে আসতে হবে। কারণ অনেক নারী ক্রিকেটার এখন খেলছে। আমি এ ব্যাপারে আতহারের সাথে আজ-কালকের মধ্যে কথা বলবো। ’
ইংলিশ কোচ ডেভিড ক্যাপেল নারী দলের সঙ্গে যুক্ত হওয়ায় বেশ আশাবাদী নাজমুল হাসান। নতুন কোচের অধীনে ব্যাটিং দুর্বলতা খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি, ‘বাংলাদেশ টিমে আমরা নতুন কোচ এনেছি। টিমের পারফরম্যান্সে বড় দুর্বলতা ব্যাটিং। বোলিং-ফিল্ডিং কিন্তু অত খারাপ না। বুঝতে পারছি না নারী দলের ব্যাটিংটা কী কারণে ক্লিক করছে না, রান করতে পারছে না। নতুন কোচ এনেছি, আমরা ভাবছি কিভাবে ব্যাটিংয়ে উন্নতি করা যায়। আমি যেটা শুনেছি উন্নতির পথেই আছে দলটি। দলে অনেক পরিবর্তন এসেছে এ কারণে একটু সময় লাগতে পারে বা সমস্যা হতে পারে। ’
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি