অগ্রনী ব্যাংকের দেওয়া ১৭৪ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ১৩৫ রান গুটিয়ে য়ায় শেখ জামাল। সর্বোচ্চ ৩৭ রান আসে মোসাব্বের হোসেনের ব্যাট থেকে।
ফজলে রাব্বি নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন তৌহিদ রানা, মোহাম্মদ ইশহাক ও জাহিদ জাভেদ।
এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৩.৫ ওভারে ১৭৩ রানে সবকটি উইকেট হারায় অগ্রনী ব্যাংক। দলের পক্ষে জাহিদ জাভেদ সর্বোচ্চ ৬৫ রান করেন।
শেখ জামাল বোলারদের মধ্যে লিঙ্কন দে সঞ্জয় চার উইকেট লাভ করেন। দুটি করে নেন সাইদ মইদুল, মইনুল ইসলাম ও উমর ফারুক প্রধান।
দিনের বাকি চার ম্যাচে জয় পেয়েছে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, বিকেএসপি, উদয়াচল ক্রিকেট ক্লাব ও কাকরাইল বয়েজ। বুধবার (১১ জানুয়ারি) ‘বি’ গ্রুপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম