ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় উড়াল দিল টাইগ্রেসরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
শ্রীলঙ্কায় উড়াল দিল টাইগ্রেসরা বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে শ্রীলঙ্কার পথে টাইগ্রেসরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

শ্রীলঙ্কায় আগামী ৭-২১ ফেব্রুয়ারি ওয়ানডে ওয়ার্ল্ডকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠার আগে বাছাই পর্বের বাধা পেরুতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। রুমানা-জাহানারা-সালমারা শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে বাছাই পর্বের ভেন্যু শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিয়েছেন।

পাপুয়া নিউগিনি, পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে রুমানার দল।

প্রতিটি টিম গ্রুপের সবার সঙ্গে একবার করে খেলার সুযোগ পাবে।

সেখান থেকে দুই গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স। যেখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। ৮ ফেব্রুয়ারি মাঠে নামার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল-সবুজদের।

সেরা ৪টি দল পাবে ইংল্যান্ডে বসতে যাওয়া বিশ্বকাপের এগারতম আসরের টিকিট। মর্যাদাপূর্ণ এ ক্রিকেট শ্রেষ্ঠত্বের ইভেন্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলবে। আগামী ২৬ জুন টুর্নামেন্টের পর্দা উঠবে। ফাইনাল ২৩ জুলাই।

বাংলাদেশ স্কোয়াড: রুমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, নিগার সুলতানা (উইকেটরক্ষক), পান্না ঘোষ, রিতু মনি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন ও মোরশেদা খাতুন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।