প্রস্তাবগুলো এখন আইসিসির বোর্ডে অনুমোদিত হওয়ার অপেক্ষায়।
আফগানিস্তানের দীর্ঘ পরিসরের (চার দিনের ম্যাচ) ঘরোয়া প্রতিযোগিতা আহমেদ শাহ আবদালি আঞ্চলিক টুর্নামেন্টকে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এই মুহূর্তে আফগানিস্তানের কোনো ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট নেই। তবে, ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে দেওয়া হচ্ছে লিস্ট ‘এ’ মর্যাদা। এর ফলে টেস্ট মর্যাদা পাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেল আফগানিস্তান।
চার মাস আগে আয়ারল্যান্ডের তিনটি প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ মর্যাদা পেয়েছিল। আগামী এপ্রিলেই হয়তো টেস্ট মর্যাদা পেয়ে যাবে এই দুটি দেশ।
দুবাইয়ে আইসিসির বোর্ড সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় আইসিসি। এ প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই জানান, ‘এই সিদ্ধান্ত আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। ’
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি