দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ বিনা উইকেটে ৪ রান। বলহাতে শুভাগত হোম একাই তুলে নিয়েছেন ৬ উইকেট।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেএসপিতে মধ্যাঞ্চলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণাঞ্চল। আর ব্যাটিংয়ের শুরুতেই শুভাগত হোমের স্পিন ঘূর্ণি দলটির ভিত নাড়িয়ে দেয়। দলীয় ৫১ রানের মধ্যে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস (১৯), ফজলে মাহমুদ (১৪) ও এনামুল হক বিজয় (১০)।
তবে চতুর্থ উইকেটে তুষার ইমরানের ব্যাটে ম্যাচে ফেরে দক্ষিণাঞ্চল। তার ব্যাটে ভর করেই দলটি ব্যাটিং দৈণ্য কাটিয়ে উঠে। তবে নিজের ইনিংসটিকে খুব বেশি লম্বা করতে পারেননি তুষার। ব্যক্তিগত ৮১ রানে ফিরেছেন শরীফুল্লার বলে এলবি’র ফাঁদে পড়ে।
তুষার ফিরে যাবার পর মোহাম্মদ মিথুনের ব্যাট দলকে বড় সংগ্রহের আশা দেখালেও তা ভন্ডুল করে দেন আবু হায়দার রনি। দুর্দান্ত এক ডেলিভরিতে মিথুনকে ব্যক্তিগত ৪২ রানে প্যাভিলনের পথ দেখান।
এরপর ব্যক্তিগত ৩০ রানে আল আমিনকে সাদমান ইসলামের হাতে তুলে নিয়ে নিজের চতুর্থ উইকেটের দেখা পান শুভাগত। শুভাগতর পঞ্চম শিকার ছিলেন জিয়াউর রহমান। ব্যক্তিগত ০ রানে তাকে মার্শাল আইয়ুবের ক্যাচে পরিণত করেন। আর ব্যক্তিগত ৪৩ রানে রনির দ্বিতীয় শিকারে পরিণত হন সোহাগ গাজী।
অধিনায়ক আব্দুর রাজ্জাককে ব্যক্তিগত ৫ রানে নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি করিয়ে শুভাগত দেখা পান ষষ্ঠ উইকেটের। দক্ষিণাঞ্চল শিবিরে দিনের শেষ আঘাতটি হানেন শরীফুল্লাহ। রুবেল হোসেনকে এলবি’র ফাঁদে ফেলে তিনিও তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট।
এদিকে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৩ রানে সাদমান ইসলাম ও শূন্য রানে অপরাজিত আছেন আব্দুল মজিদ। দিন শেষে দক্ষিণাঞ্চলের চেয়ে ২৫৬ রানে পিছিয়ে মধ্যাঞ্চল।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি