স্কোর: সাউথ জোন - ২৬০ ও ৩১৭ , সেন্ট্রাল জোন - ২৯৯ ও ১৯০/৫ (৭৯ ওভার)
ইস্ট জোন - ৪৯০ ও ৯২/১ (২১ ওভার) , নর্থ জোন - ৪০৪
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ছিল চারদিনের ম্যাচের শেষ দিন। ফতুল্লায় এক উইকেটে ৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে সেন্ট্রাল জোন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইস্ট ও নর্থ জোনের খেলা যে ড্র হবে তা অনুমিতই ছিল। ছয় উইকেটে ২৭৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা নর্থ জোনের প্রথম ইনিংস থামে ৪০৪ রানে। সেঞ্চুরি উদযাপন করেন নাঈম ইসরলাম (১০০)।
পরে ইস্ট জোন নিজেদের দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৯২ করার পর ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। এর আগে ম্যাচসেরা তরুণ আফিফ হোসেন ও ইয়াসির আলীর জোড়া শতকে প্রথম ইনিংসে তারা ৪৯০ রান করেছিল।
আগামী ১৮ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বিসিএলের চতুর্থ রাউন্ডের খেলা মাঠে গড়াবে। ফতুল্লায় সেন্ট্রাল-ইস্ট ও বিকেএসপিতে নর্থ জোনের মুখোমুখি হবে সাউথ জোন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম