জিম্বাবুয়ের স্কোয়াড-ছবি:সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আর এই দলে এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ না খেলা বাঁহাতি পেসার রিচার্ড এনগ্রাভাকে নেওয়া হয়েছে । এছাড়া কার্ল মামবাকেও দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।
গত সপ্তাহেই ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। তবে দেশটির ঘরোয়া লিগের পর যুক্ত করা হলো এ দু’জনকে।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিরিজটি চলবে ১১ দিনব্যাপী। প্রতিটি ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), পিটার মুর (উইকেটরক্ষক), রায়ান ব্রুল, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এলটন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড ট্রিপানো, টেন্দাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, নাথান ওয়ালার, ক্রেইগ আরভিন, সলোমন মিরে, কার্ল মামবা ও রিচার্ড এনগ্রাভা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।