ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এবার শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ভারত মিশন শেষে এবার শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারত থেকে ফিরে ১০ দিনের ছুটি কাটিয়ে এবার শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে চোখ রাখছে বাংলাদেশ দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে অনুশীলন। দলের সবাই অবশ্য ছুটি কাটাননি।

বেশ কয়েকজন খেলেছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। অন্যদিকে, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ পিএসএল (পাকিস্তান সুপার লিগ) খেলতে উড়াল দেন আরব আমিরাতে।

দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ খেলতে আগামী ২৭ বা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। ইতোমধ্যে টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়েছে। ফিটনেস সমস্যা কাটিয়ে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

দু’টি টেস্ট খেলা মোস্তাফিজকে সাদা পোশাকে সবশেষ দেখা যায় ঢাকায় ২০১৫ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে না থাকলেও বিসিএলে উজ্জ্বল পারফরম্যান্সে টেস্ট স্কোয়াডে ফিরেছেন পেসার রুবেল হোসেন। বাদ পড়েছেন শফিউল ইসলাম। ইনজুরিতে ছিটকে গেছেন ওপেনার ইমরুল কায়েস।

লঙ্কানদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা সৌম্য সরকার, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, শুভাশিস রায় ও কামরুল ইসলাম বিসিএলের চতুর্থ রাউন্ডে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে নিজেকে ঝালিয়ে নিয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। নর্থ জোনের হয়ে চারদিনের দুই ম্যাচে বোলিং করেছেন ৪৮ ওভার। উইকেট নিয়েছেন ৪টি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রায় ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা সফরের সূচি:
প্রস্তুতি ম্যাচ (২-৩ মার্চ) - মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়াম
প্রথম টেস্ট (৭-১১ মার্চ) - গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট (১৫-১৯ মার্চ) - পি সারা ওভাল

প্রস্তুতি ম্যাচ (২২ মার্চ) - কলম্বো
প্রথম ওয়ানডে (২৫ মার্চ) - রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে (২৮ মার্চ) - রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে (১ এপ্রিল) - সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড

প্রথম টি-টোয়েন্টি (৪ এপ্রিল) - আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম 
দ্বিতীয় টি-টোয়েন্টি (৬ এপ্রিল) - আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।