ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইতিহাস ভারতের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ইতিহাস ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর লক্ষ্যে ইতিহাস ভারতের বিপক্ষে/ছবি: সংগৃহীত

পুনে টেস্টের দুঃস্বপ্ন ভুলে বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে হলে ভারতকে ৪৪ বছরের রেকর্ড ভাঙতে হবে। নিজেদের ৮৫ বছরের টেস্ট ইতিহাসে একবারই চার বা তার বেশি ম্যাচের সিরিজে প্রথম টেস্টে হেরে ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত দেখাতে পেরেছে টিম ইন্ডিয়া।

বিরাট কোহলিদের অনুকরণ করতে হবে অজিত ওয়াদেকারের ১৯৭৩ সালের ইন্ডিয়ান টিমকে। সেবার ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে স্বরূপে ফিরেছিল।

পাঁচ ম্যাচের সিরিজটি জিতে নিয়েছিল ২-১ ব্যবধানে।

বর্তমান ভারতীয় স্কোয়াডকে অনুপ্রেরণা নেওয়ার জন্য এই সিরিজটি হয়তো বহু আগের! কারোরই তখন জন্ম হয়নি। সেক্ষেত্রে ১৮ মাস পেছনে তাকাতে পারেন বিরাট কোহলিরা। গলে শ্রীলঙ্কার কাছে প্রথম টেস্ট হেরে গেলেও পরের দুই ম্যাচ জিতে ২-১ এ তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছিলেন তারা। সেখান থেকে শুরু হওয়া টানা ১৯ টেস্টে অপরাজিত থাকার দৌড় শেষ হয়েছে পুনেতে।

ভারতকে উড়িয়ে বাঁধভাঙা উল্লাসে মাতে টিম অস্ট্রেলিয়া/ছবি:সংগৃহীতইতিহাস ভারতের বিপক্ষে বটে। টেস্টের নাম্বার ওয়ান টিমকে সেটিই জয় করতে হবে। ভিন্ন কিছুই ভাবছে না স্বাগতিকরা। অন্যদিকে, বেঙ্গালুরুতে চার ম্যাচ সিরিজের লিডটা ২-০ করতে চোখ রাখছে স্মিথ-ওয়ার্নারদের অস্ট্রেলিয়া।

আগামী শনিবার (৪ মার্চ) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়। পুনেতে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আড়াই দিনেই শেষ হয়। ৩৩৩ রানের উড়ন্ত জয়ের উল্লাসে মাতে অজিরা। একাই ১২টি উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে তারকাখ্যাতি পেয়ে যান স্পিন অলরাউন্ডার স্টিভ ও’কিফ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।