গত মৌসুমে জ্যামাইকার হয়ে খেলেছেন সাকিব। দলকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
জ্যামাইকা সাকিবকে নিতে খরচ করছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
সাকিব ২০১৩ ও ২০১৬ সালে জ্যামাইকার হয়ে খেলেছিলেন। গতবার জ্যামাইকার হয়ে সবগুলো ম্যাচেই ছিলেন সাকিব। সেবার খেলেছেন ১৩ ম্যাচ। ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছেন ১০ ম্যাচে। ব্যাট হাতে মাঠে নেমে ১৬০ রান করেন। সর্বোচ্চ ছিল অপরাজিত ৫৪ রান। আর বল হাতে নিয়েছিলেন ১২ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট।
এছাড়া, ২০১৩ সালে ৮ ম্যাচের ৬টিতে ব্যাট হাতে সাকিব করেছিলেন ২২ রান। আর বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। সেবার তার সেরা সাফল্য ছিল ৬ রানের বিনিময়ে ৬ উইকেট।
সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন লেন্ডল সিমন্স, কুমার সাঙ্গাকারা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সামিদের মতো ক্রিকেট তারকাদের।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এমআরপি