ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছয় সপ্তাহ পর অনুশীলনে ফিরবেন লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
ছয় সপ্তাহ পর অনুশীলনে ফিরবেন লিটন ছবি: সংগৃহীত

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টকে সামনে রেখে নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে গত ১৪ মার্চ বুকের বাঁ পাজরে চোট পান টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। ফলে ঐতিহাসিক টেস্ট ম্যাচটি তার খেলা হয়নি।

এখন চলছে তার ইনজুরি পরবর্তী পুনর্বাসন। আর এই পুনর্বাসন শেষে অনুশীলনে ফিরতে লিটনের ছয় সপ্তাহ সময় লাগবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে জানান বিসিবি চিকিৎসক ডা: দেবাশীষ চৌধুরী।

লিটনের ইনজুরির বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি জানান, ‘লিটনের বুকের পাঁজরে রিভ ট্রমা ছিল, রিভ একটা ফ্র্যাকচারও ছিল। সৌভাগ্যক্রমে ফ্র্যাকচারটির স্থানচ্যুতি ঘটেনি। এ ধরনের ইনজুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় নেয়। ’

দেবাশীষ যোগ করেন, ‘যেহেতু এটি একটি রিভ ট্রমা সেহেতু সব সময়ই বুকের একটি নড়াচড়া থেকে যাচ্ছে। এজন্য আমরা ধারণা করছি তার সেরে উঠতে একটু বেশিই সময় লাগবে। কারণ উইকেট কিপার হওয়ায় ওকে নড়াচড়াটা বেশিই করতে হয়। ছয় সপ্তাহ লাগবে অনুশীলনে আসতে। ’

এদিকে ইনজুরি পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াটি লিটন বেশ ভালোভাবেই সারতে সক্ষম হয়েছেন বলেও জানালেন এই বিসিবি চিকিৎসক।

‘গতকাল পর্যন্ত লিটনের যে অগ্রগতি তাতে স্বাভাবিক চলাচলে তার কোনো ব্যথা নেই। আমরা তাকে আরও এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে বলেছি। ’ যোগ করেন দেবাশীষ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।