পোর্ট অব স্পেনে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে অলআউট হয় ১৩২ রান তুলে। জবাবে, ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের ইনিংস থামে ১২৯ রানের মাথায়।
পাকিস্তানের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন সোয়েব মালিক। ২৪ রান আসে ১০ নম্বরে ব্যাট হাতে নামা ওয়াহাব রিয়াজের ব্যাট থেকে। এছাড়া, আহমেদ শেহজাদ ১৪, বাবর আজম ২৭, দলপতি সরফরাজ আহমেদ ১২, সাদাব খান ১৩ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন সুনীল নারাইন এবং ব্রাথওয়েইট। দুটি উইকেট পান ৪ ওভারে ১৪ রান দেওয়া স্পিনার স্যামুয়েল বদ্রি।
ব্যাটিংয়ে নেমে ওপেনার ইভিন লুইস ৩ রানে বিদায় নিলেও আরেক ওপেনার চ্যাডউইক ওয়ালটন ২১ রান করেন। তিন নম্বরে নামা মারলন স্যামুয়েলস ৩৫ বলে ৪৪ রান করেন। মিডলঅর্ডারের কেউ তেমন স্কোর করতে পারেননি। লেন্ডল সিমন্স, রভম্যান পাওয়েল আর কাইরন পোলার্ডের ব্যর্থতা পুষিয়ে দিতে জেসন হোল্ডার ২৬ রানে অপরাজিত থাকেন। তবে, দলকে জেতাতে পারেননি। ১৫ রান আসে দলপতি ব্রাথওয়েটের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে ৪ ওভার বল করে ১৪ রান খরচায় চারটি উইকেট তুলে নেন সাদাব খান। একটি করে উইকেট পান হাসান আলি এবং ওয়াহাব রিয়াজ। আগের ম্যাচেই অভিষেক হয় সাদাব খানের। সে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান তিনি। টানা দ্বিতীয় ম্যাচেও তার হাতেই এই পুরস্কার ওঠে। অভিষেক ম্যাচে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৭
এমআরপি