ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধনী বোর্ডের আওতায় অসন্তুষ্ট ধোনিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
ধনী বোর্ডের আওতায় অসন্তুষ্ট ধোনিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেট বিশ্বের ধনী বোর্ডের আওতায় থাকা বর্তমান ভারতীয় ক্রিকেটাররা বেশির ভাগই পেশাদার ক্রিকেটকে বেছে নিয়েছেন। এর বাইরেও তারা বিজ্ঞাপনের রমরমা বাণিজ্যে যুক্ত হয়ে রাতারাতি নিজেদের নিয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। কাড়িকাড়ি টাকা কামানোর পরও নাকি ভারতীয় শীর্ষ ক্রিকেটাররা সন্তুষ্ট নন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এক বছরে ২ কোটি রুপি বেতন পাবেন বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিনরা। ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, ৮০’র দশকে ভারতীয় ক্রিকেটাররা যে ম্যাচ ফি পেতেন তার প্রায় ৬০০ গুণ বেশি ম্যাচ ফি পাচ্ছেন তারা।

সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের শুধু বেতনই বাড়েনি, গত বছর বেড়েছে ম্যাচ ফি। যেখানে ১৯৭৫ সালে ভারতীয় টেস্ট ক্রিকেটাররা ম্যাচ ফি হিসেবে প্রতি ম্যাচে পেতেন ২৫০০ ভারতীয় রুপি, সেখানে বর্তমান ক্রিকেটাররা প্রতি ম্যাচেই পাচ্ছেন ১৫ লাখ ভারতীয় রুপি। ওয়ানডে ম্যাচে পাবেন ৬ লাখ রুপি আর ২০ ওভারের প্রায় সাড়ে তিন ঘণ্টার টি-টোয়েন্টি ম্যাচ খেললেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩ লাখ ভারতীয় রুপি। আরও অবাক করা ব্যাপার হলো প্রথম শ্রেণির শীর্ষ ক্রিকেটাররা চার দিনের ম্যাচের জন্য সর্বোচ্চ ৪০ হাজার রুপি পেয়ে থাকেন।

সঙ্গে পাচ্ছেন বিজ্ঞাপন দাতাদের চমকপ্রদ প্রস্তাব। ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর আইপিএলের অর্থ তো এসবকেও ছাড়িয়ে গেছে।

এরপরও নাকি কোহলি, ধোনিরা খুশি না বোর্ডের বেতন কাঠামোতে। বিভিন্ন সূত্র থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হচ্ছে, ইংল্যান্ডের জো রুট আর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ তাদের নিজ নিজ বোর্ড থেকে বার্ষিক বেতন পাচ্ছেন ভারতীয় অর্থে ৮ ও ১২ কোটি রুপি। আর তাতেই নাকি কোহলি-ধোনিদের আপত্তি। বোর্ডের কাছে এটি নিয়েও নাকি শীর্ষ ক্রিকেটাররা চিঠি পাঠাবেন।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে আনে। নতুন এই চুক্তিতে কোনো কোনো ক্রিকেটারের বাৎসরিক বেতনও দ্বিগুণ হয়ে যায়। নতুন চুক্তিতে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রবীচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয়রা বোর্ডের কাছ থেকে এক বছরে ২ কোটি রুপি বেতন পাবেন। নতুন চুক্তি অনুযায়ী গ্রেড-১ ক্রিকেটাররা বেতন পাবেন বছরে ২ কোটি রুপি। গ্রেড-২ ক্রিকেটাররা বেতন পাবেন ১ কোটি রুপি, গ্রেড-৩ ক্রিকেটাররা বেতন পাবেন ৫০ লাখ রুপি। সহকারী কোচরা মাসিক বেতন পাবেন প্রায় ১৫ লাখ ভারতীয় রুপি, বছরে ১ কোটি ৮০ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।