আগামী ১২ মে থেকে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হবে। এই সিরিজটি আইরিশদের মাটিতে হলেও এখনও ভেন্যু নিশ্চিত করা হয়নি।
কিউইদের ওয়ানডেতে ২২তম অধিনায়ক নির্বাচিত হওয়া ল্যাথামকে অবশ্য প্রায় অনিয়মিত একটি দল নিয়েই খেলতে হবে। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন সেথ রেন্স ও স্কট কাগেলেজিন। এছাড়া টেস্ট অভিষেকের পাঁচ বছর পর ওডিআইতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন পেসার নেইল ওয়াগনার।
কিউইদের দলে আরও ডাকা হয়েছে পেসার হামিশ বেনেট, ব্যাটসম্যান হেনরি নিকোলস, কলিন মুনরো ও জর্জ ওয়ার্কারকে। কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে খেলা স্পিনার জিতেন প্যাটেল চতুর্থ ওয়ানডেতে যোগ দেবেন।
আইপিএলে উইলিয়ামসন ছাড়াও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মার্টিন গাপটিলের মতো তারকা রয়েছেন।
আইরিশদের বিপক্ষে ১৪ মে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
ত্রি-দেশীয় সিরিজের জন্য নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হামিশ বেনেট, নেইল ব্রুম, স্কট কাগেলেজিন, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলাস, জিতেন প্যাটেল*, শেথ রেন্স, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেইলর, নেইল ওয়াগনার, জর্জ ওয়ার্কার।
* প্যাটেল চতুর্থ ওয়ানডে স্কোয়াডে যোগ দেবেন।
আইপিএলে নিউজিল্যান্ডের খেলোয়াড়: কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, অ্যাডাম মিলনে, মিচেল ম্যাকক্লেনাঘান, লাকি ফার্গুসন, কোরে অ্যান্ডারসন, ম্যাট হেনরি, কলিন ডি গ্র্যান্ডহোম।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
এমএমএস