গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে খেলতে নেমে কাঁধে চোট পান কোহলি। ফলে, খেলেননি চতুর্থ ও শেষ টেস্ট।
কিন্তু, কোহলি জানালেন ভিন্ন কথা। ড্যাসিং এই তারকা ব্যাটসম্যান বলেছেন, ‘আমি আইপিএলের আসরে এখনই নামছি না, যতদিন না আমি পুরোপুরি ফিট হচ্ছি। শুধু শতভাগ ফিট না, আমি ১২০ পারসেন্ট ফিট হয়েই আইপিএল খেলবো। এর আগে না। ’
কোহলির জায়গায় বেঙ্গালুরুর দলপতির দায়িত্ব উঠেছে শেন ওয়াটসনের কাঁধে। নিজেদের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৩৫ রানে হেরেছে বেঙ্গালুরু।
কোহলি আরও জানান, ‘অনেকেই বলেছেন আমি আইপিএলের জন্য নিজেকে গুটিয়ে রেখেছিলাম। আসলে তেমনটি ভাবার কোনো কারণ নেই। আমার কাছে আগে প্রাধান্য পাবে আমার দেশ। আর ক’দিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হবে ভারতকে। আমি সেই টুর্নামেন্ট নিয়ে ভাবছি। আইপিএলের আসরে নেমে আমি নিজেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। ’
নিজের ফেরা প্রসঙ্গে কোহলি বলেন, ‘আমি কোনো সম্ভাব্য তারিখ বা আইপিএলের কোনো ম্যাচের কথা বলতে চাই না। আমি সঠিক সময়েই ফিরব। যখন নিজেকে পুরোপুরি শঙ্কামুক্ত মনে করব আমি মাঠে নামবো। ১২০ পারসেন্ট ফিট হলেই কেবল আমি ব্যাট হাতে নামবো। তবে, মাঠের অনুশীলন নিয়মিতই চালিয়ে যাব। আর এটাও বলতে চাই, খুব শিগগিরই আমার ভক্ত-সমর্থকরা আমাকে মাঠে দেখবেন। ’
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ০৬ এপ্রিল ২০১৭
এমআরপি