ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুখোমুখি সাকিব-মোস্তাফিজের দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
মুখোমুখি সাকিব-মোস্তাফিজের দল ছবি: সংগৃহীত

এবারের আইপিএল আসর এখনো জমাতে পারেননি দুই টাইগার। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শুরুটা ভালো হয়নি ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের। এদিকে, তিন ম্যাচের একটিতেও সাকিব আল হাসানকে খেলায়নি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আজ মাঠে নামছে সাকিবের কলকাতা আর মোস্তাফিজের হায়দ্রাবাদ।

তবে এই লড়াই জমবে কিনা বলা মুশকিল। কারণ দুই টাইগারকে নিয়ে আছে না খেলানোর বিষয়টি।

তারপরও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি তো সাকিব আর মোস্তাফিজের ম্যাচ।

শনিবার (১৫ এপ্রিল) ম্যাচে সাকিবের কলকাতার মুখোমুখি হবে মোস্তাফিজের হায়দ্রাবাদ। একাদশে সুযোগ পেলে মোস্তাফিজের মুখোমখি হবেন সাকিব আল হাসান। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। দু’দলই তিন ম্যাচের দু’টিতে জয় পেয়েছে। নেট রান রেটে এগিয়ে কলকাতা।

নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী মোস্তাফিজ। ইডেন গার্ডেনসে বোলিংয়ে ঝড় তুলতে চোখ রাখছেন বাংলাদেশের বোলিং বিস্ময়। একাদশে জায়গা পেলে নিজের নামের প্রতি সুবিচার করতে চাইবেন সাকিব। টানা তিন ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে ডাগআউটে বসিয়ে রেখে একাদশ সাজিয়েছে কেকেআর। সাকিববিহীন এই তিন ম্যাচে দুটি জয়ের বিপরীতে হার একটি।
 
মোস্তাফিজের নিজের প্রথম ম্যাচের পারফরম্যান্স সবাইকে রীতিমতো অবাকই করেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে (১২ এপ্রিল) তার বোলিং ছিল খরুচে। ২.৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে একটি উইকেটও পাননি। প্রথম ওভারেই দেন ১৯! মোস্তাফিজকে ছাড়াই প্রথম দুই ম্যাচে বিশাল জয় তুলে নিয়েছিল ওয়ার্নার বাহিনী। তা সত্বেও জয়ে থাকা একাদশ ভেঙেই ফিজকে নিয়েছিল সানরাইজার্স। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি ফিজ। মুম্বাইয়ের কাছে ৪ উইকেটে হেরে যায় সানরাইজার্সরা।

গত মৌসুমে ৩ বার মুখোমুখি হয়েছিলেন সাকিব-মোস্তাফিজরা। যেখানে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয় পেয়েছিল সাকিবরা। তবে, প্রথম এলিমিনেটরে সাকিবদের হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় মোস্তাফিজের হায়দ্রাবাদ।

রাতের ম্যাচে মুখোমুখি হবে জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস আর গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলিভেন পাঞ্জাব। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।