নিষিদ্ধ থাকা দুটি দলকেই পুনরায় ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সম্প্রতি আইপিএল গভর্নিং কমিটির সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
পরেরবার আইপিএলের আসরে অংশ নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে চেন্নাই। তাদের সাবেক অধিনায়ক ধোনিকেও আবারো চেন্নাইয়ের দলপতিতের আসনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নতুনভাবে ফিরে আসার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। এদিকে, নতুন মালিকের অধীনে ফিরতে এরই মধ্যে শীর্ষস্থানীয় কর্পোরেট হাউজগুলোর সাথে আলোচনা শুরু করেছে রাজস্থান রয়েলস। চেন্নাইয়ের মালিক ছিলেন বিতর্কিত এন শ্রীনিবাসন। আর আইপিএলের আগের আট আসরে রাজস্থানের মালিকানায় ছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি।
ফিক্সিংয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করা হয় চেন্নাইয়ের টিম প্রধান গুরুনাথ মাইয়াপ্পন ও রাজস্থানের মালিক রাজ কুন্দ্রাকে।
বিসিসিআইয়ের একটি সুত্র এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘দুই পক্ষের সাথেই আলোচনা অনেক দূর এগিয়েছে। বিসিসিআইয়ের কাছে তারা নতুন করে অঙ্গিকার করতে ইচ্ছুক। ২০১৮’র নতুন নিলামে ডাকা হবে চেন্নাই আর রাজস্থানকে। ’
২০১৩ সালের আইপিএল ম্যাচ ফিক্সিং মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হয় বিচারপতি আরএম লোধা কমিটি। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ফিক্সিং তদন্ত শেষে অভিযুক্ত চেন্নাই এবং রাজস্থানকে নিষিদ্ধ করে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৭
এমআরপি