মিরপুর হোম অব ক্রিকেটে সবশেষ আন্তর্জাতিক সিরিজ গড়িয়েছিল গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে।
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) গণমাধ্যমকে সুজন বলেন, ‘সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করবে।
বছরের শুরু থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিস বিভাগের তথ্য মতে, আসছে জুলাই নাগাদ শেষ হবে সংস্কার কাজের অর্ধেক কাজ।
আর বাদবাকি কাজ শেষ হবে আগস্টে। তাহলে তো প্রশ্ন থেকেই যায় জুলাইয়ে অনুষ্ঠেয় পাকিস্তান সিরিজের ভেন্যু কোনটা? উত্তরে সুজন বললেন, ‘ম্যাচের সূচি ও ভেন্যু আমাদের বোর্ড সভায় চূড়ান্ত হয়ে থাকে। আগামী ২২ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদের সভা নির্ধারিত আছে। সেই সভাতেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জুলাইয়ের মধ্যে মিরপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হলে ফতুল্লা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে পাকিস্তান সিরিজের ম্যাচগুলো। সঙ্গে সিলেট স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হবে। ’
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরএম