তবে সংখ্যাটা তাদের মতো ওত বেশি নয় মাত্র একজন। তিনি হলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে দল ঘোষনার পর সংবাদ সম্মেলনে টাইগার পেস বোলিং অলরাউন্ডারের প্রসঙ্গটি আসতেই তাই প্রধান নির্বাচক মিনহাজুল নান্নু বললেন, ‘আমাদের অধিনায়কই তো পেস বোলিং অলরাউন্ডার। ’
বাংলাদেশের মূল স্কোয়াডে মাশরাফিই একমাত্র পরীক্ষিত পেস অলরাউন্ডার। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে মোহাম্মদ সাউফউদ্দিনকে দেখা গেলেও ইংল্যান্ড সফরে তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘আমরা মাত্রই দলে পেস অলরাউন্ডার নেয়া শুরু করেছি। সাইফউদ্দিনকে আমরা ইতোমধ্যেই টি-টোয়েন্টি খেলিয়েছি। ওকে আরও উন্নতি করতে হবে। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে তাকে প্রতিষ্ঠিত হতে আরও সময় নিতে হবে। ’
মাশরাফিকে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রেখে নির্বাচকেরা যে ভুল করেননি তার প্রমান মাশরাফি নিজেই একাধিকবার ব্যাট হাতে দিয়েছেন। ঘরোয়া ক্রিকেট বিপিএল, ডিপিএলে থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিংয়ের পাশাপাশি হুঙ্কার ছেড়েছে তার ব্যাটও।
প্রমাণ খুব বেশি দূরে নয়। গত ২২ মার্চ শ্রীলঙ্কা সিরিজে স্বাগতিকদের প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৩৫ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসটি নিশ্চয়ই ভুলে যাননি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম