চলমান বার্বাডোস টেস্টের দ্বিতীয় ইনিংসে ইয়াসিরের স্পিন ঘূর্ণিতে নাকাল ক্যারিবীয়রা। একাই তুলে নেন ছয় উইকেট।
তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে মিসবাহ উল হকের দল। জ্যামাইকায় অনুষ্ঠিত প্রথম টেস্টে আটটি উইকেট (দ্বিতীয় ইনিংসে ৬টি) দখল করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন ইয়াসির। দ্বিতীয় টেস্টেও তারই পুনরাবৃত্তি।
ক্যারিয়ারের ২৫তম টেস্টে এসে দশমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইয়াসির। ও. ইন্ডিজের বিপক্ষে চতুর্থবার। সব মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ টেস্টে ৩৭টি উইকেট নিয়েছেন তিনি।
লেগস্পিন লিজেন্ড কাদিরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এসে গেছেন। ১০ ম্যাচে তার দখলে ৪২টি উইকেট। এ সিরিজ দিয়েই কাদিরকে টপকে নতুন ইতিহাস গড়ার সুযোগ পাবেন ইয়াসির। ডমিনিকায় আগামী ১০ মে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ৪ মে, ২০১৭
এমআরএম