পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত পিএসএলের ফাইনালে কিছুদিন আগে খেলে এসেছেন টাইগারদের আরেক ওপেনার এনামুল হক বিজয়। কোনো সমস্যা ছাড়াই পাকিস্তান থেকে ফিরেছেন বিজয়।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের পক্ষে ওপেন করতে নামার কথা বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের।
পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে দেশটির সরকারের পাশাপাশি তাদের সহায়তা করছে খোদ আইসিসি। এরই ধারাবাহিকতায় এ বছর সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে গঠিত বিশ্ব একাদশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা বিশ্ব একাদশের।
বিশ্ব একাদশের কোচের দায়িত্বে থাকবেন জিম্বাবুইয়ান সাবেক তারকা অ্যান্ডি ফ্লাওয়ার। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দুবাইয়ে সাতদিনের ক্যাম্প করবে ক্রিকেটাররা। টি-টোয়েন্টি ফরমেটের এই সিরিজের তিন ম্যাচকেই আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে আইসিসি। ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে তিনটি ম্যাচ। দিবারাত্রির সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই মাঠেই হয়েছিল পিএসএলের ফাইনাল।
বিশ্ব একাদশ স্কোয়াড: হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি। কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এমআরপি