রোববার (২৭ আগস্ট) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় খেলা শুরু। টস পর্বের মধ্য দিয়ে অনন্য এ কীর্তিতে নাম লেখাবে টিম বাংলাদেশ।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরমেটে ৪৯৯টি ম্যাচ খেলে ফেলেছে লাল-সবুজের জার্সিধারীরা। দশম ক্রিকেট কান্ট্রি হিসেবে এ অভিজাত তালিকায় প্রবেশ করবে বাংলাদেশ। প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ ১৯৮৬ সালের ৩১ মার্চ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে।
সব মিলিয়ে ৪৯৯টি ম্যাচের মধ্যে ১৩৫টিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। ৩৪০ ম্যাচে হার ও জয়-পরাজয়হীন থাকে ২৪টি। বদলে যাওয়া বাংলাদেশ দলের সাফল্যের গ্রাফটা এখন আর আগের মতো নেই। ক্রমশই ঊর্ধ্বমুখী পথে ধাববান।
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমআরএম