ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মধ্যাহ্ন বিরতি, সাকিব-তামিমের ব্যাটে প্রতিরোধ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৫, আগস্ট ২৭, ২০১৭
মধ্যাহ্ন বিরতি, সাকিব-তামিমের ব্যাটে প্রতিরোধ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সৌম্য সরকার, ইমরুল কায়েস আর সাব্বির রহমানের বিদায়ের পর জুটি গড়েছেন ৫০তম ম্যাচের মাইলফলকে নামা তামিম-সাকিব। সাকিব-তামিম জুটিতে স্কোরবোর্ডে যোগ হয়েছে ৮৬ রান। প্যাট কামিন্সের দারুণ ডেলিভারিতে প্রথম ৪ ওভারে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতির আগে এ রিপোর্ট লেখা অবধি তামিম ৩৩ রানে আর সাকিব ৪৮ রানে অপরাজিত। ২৮ ওভার শেষে বাংলাদেশ ৯৬/৩।

দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

দলের ওপেনিং ভূমিকায় নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন সৌম্য সরকার। ওপেনিং জুটি ভাঙে দলীয় ১০ রানের মাথায়। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার। ব্যক্তিগত ৮ রানে ফেরার আগে দুটি বাউন্ডারির দেখা পান তিনি। তামিমকে যোগ্য সঙ্গ দিতে পারেননি ইমরুল কায়েসও। দলীয় ১০ রানেই তিনি সাজঘরে ফেরেন। ইনিংসের চতুর্থ ওভারে সৌম্যর হন্তারক কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল। পরের বলেই উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের কাছে ক্যাচ দেন সাব্বির রহমান। দলীয় ১০ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

টেস্ট খেলুড়ে অন্য সব দলের বিপক্ষে বাংলাদেশ বেশ কয়েকটি টেস্ট খেললেও, হরহামেশা সুযোগ হয় না অজিদের বিপক্ষে খেলার। ফলে ২০০০ সালে সাদা পোশাকে টাইগারদের অভিষেক হলেও এখন পর্যন্ত ক্যাঙ্গারুদের বিপক্ষে মাত্র দুটি সিরিজই খেলা হয়েছে। যেখানে চারটি টেস্টেই থামতে হয়। এর ফলে অভিজাত অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চারটি টেস্টে ড্র পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ। তবে ১১ বছর আগের সেই সর্বসেরা অজিদের ঠিকই কাঁপিয়ে দিয়েছিল হাবিবুল বাশারের নেতৃত্বে থাকা বাংলাদেশ।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।