লাল-সবুজের এমন টিম কম্বিনেশন সবশেষ কবে দেখা গিয়েছিল তা জানতে পরিসংখ্যান নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় অবলীলায় কেটে যাবে। সেই সময় আমাদের হাতে নেই।
গত সপ্তাহে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টাইগারদের ৬ বাঁহাতিকে (তামিম, সৌম্য, ইমরুল, সাকিব, মোস্তাফিজ, তাইজুল) দেখা গিয়েছিল।
এই সিরিজের আগে মার্চে শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টে পাঁচ বাঁহাতি (তামিম, সৌম্য, মুমিনুল ,সাকিব, মোস্তাফিজ) থাকলেও দ্বিতীয় টেস্টে রাখা হয়েছিল ৬ জনকে (তামিম, সৌম্য, ইমরুল, সাকিব, তাইজুল, মোস্তাফিজ)।
ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে খেলা একমাত্র টেস্টেও ছিলেন ৫ বাঁহাতি (তামিম, সৌম্য, মুমিনুল, সাকিব, তাইজুল)। তার আগে ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টিম কম্বিনেশনে ৪ বাঁহাতিকে (তামিম, ইমরুল, মুমিনুল, সাকিব) দেখা গেলেও দ্বিতীয় টেস্টে রাখা হয়েছিল মাত্র ৩ জনকে (তামিম, সৌম্য, সাকিব)।
আর তারও আগে অর্থাৎ গত বছর অক্টোবরে ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে রাখা হয়েছিল ৫ বাঁহাতিকে (তামিম, ইমরুল, মুমিনুল, সাকিব ও তাইজুল)। অনুরূপ ছিলো সিরিজের দ্বিতীয় টেস্টেও।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম