সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেশ ‘কূটনৈতিক’ জবাবই দিলেন প্রথমদিনের বাংলাদেশের সেরা পারফরমার।
নিজের সর্বোচ্চ টেস্ট ইনিংসটা খেলে আসার পর সাব্বির বললেন, এই উইকেটে কতো রান নিরাপদ তা আমি বলতে পারবো না।
দিনের খেলা মাত্র ৮ ওভার চার বল বাকি থাকতেই দুর্ভাগ্যজনক স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ফিরতে হয়েছে সাব্বিরকে। তিনি থাকলে হয়তো আরও ভালো অবস্থানে থাকতো বাংলাদেশ।
দিনশেষে উঠলো সেই প্রশ্নও।
তার জবাবে সাব্বিরের উত্তর, ‘আমি যদি নটআউট থাকতে পারতাম হয়তো টিম আরও ভালো পজিশনে থাকতো। কিন্তু তবুও আমরা খারাপ পর্যায়ে নেই। দিনশেষে আমরা বেশ ভালো খেলেছি-এটাই বড় কথা। উইকেট কম পড়লে হয়তো রান আরও বাড়তো। কিন্তু উইকেট অতো সহজ ছিল না। ’
এখনও উইকেটে আস্থার প্রতীক হয়ে রয়েছেন মুশফিকুর রহিম। এর আগে সাব্বিরের সঙ্গে করেছেন শতরানের পার্টানারশিপ।
উইকেটের অপরপ্রান্তে মুশফিক থাকায় ব্যাটিং করতে সহজ হয়েছে জানিয়ে সাব্বির বলেন, মুশফিক ভাই ৫০ প্লাস টেস্ট খেলেছেন, সেখানে আমি মাত্র ৯টি। মুশফিক ভাই অপরপ্রান্তে থাকা মানে আমার কাজ হলো তাকে সাপোর্ট করা। আমি সেই কাজটা করেছি। এতেই সফল আমি। ’
দিনশেষে মুশফিকের সঙ্গে অপরাজিত রয়েছেন নাসির হোসেন। এটাই বাংলাদেশের শেষ স্বীকৃতি ব্যাটিং জুটি। নিশ্চয়ই দ্বিতীয় দিনে মুশফিক-নাসিরের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
টিএইচ/জেডএস/টিসি