ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘আমাদের স্লিপ স্পেশালিস্ট নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫১, সেপ্টেম্বর ৮, ২০১৭
‘আমাদের স্লিপ স্পেশালিস্ট নেই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম: কখনো সৌম্য, কখনো বা মুমিনল-মিরাজের হাত থেকে ক্যাচ পড়েছে চট্টগ্রাম টেস্টে। এর সুযোগে ওয়ার্নার-হ্যান্ডসকম্বরা বাংলাদেশকে ছিটকে দিয়েছেন ম্যাচ থেকে। শুধু এই টেস্টে না, ক্লোজ ফিল্ডিংয়ে দুর্বলতা ধরা পড়ছে বারবার।

বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে তাই প্রশ্ন ওঠলো-গালি, স্লিপে যে ক্যাচগুলো মিস হচ্ছে, সেগুলো কিভাবে দেখছেন? এসব ঘটনা ব্যর্থতা কিনা- এমন প্রশ্নে মুশফিক বলেন, ‘এটা নিয়ে আমি অবগত। শুধু আমাদের দলে নয়।

এটা খেলারই একটা অংশ। চার-পাঁচটা যখন মিস হয় তখন এটা যে কোনো দলের জন্যই মাইনাস পয়েন্ট। ’

‘আমাদের টিমে স্পেশালিস্ট নেই, যারা শুধু স্লিপের জন্য। বড় দলগুলোতে দেখবেন, ওই জায়গায় কিছু স্পেশালিস্ট থাকে, যারা সবসময় এই কাজগুলো করে থাকে। কিন্তু আমাদের তা নেই। তাই যারা আছে তাদের দিয়ে চেষ্টা করা হচ্ছে। ’-যোগ করেন মুশফিক।

তবে শুধু মিস করেনি, কিছু দুর্দান্ত ক্যাচও ধরেছেন সৌম্য, ইমরুলরা। অধিনায়ক দেখিয়ে দিলেন সেটিও, ‘শুধু মিস করা দেখলে হবে না, দেখবেন যে কিছু অপ্রত্যাশিত ক্যাচও নিয়েছে। মিস হতেই পারে। হয়তো আমরা অন্য দলের চেয়ে একটু বেশিই করে ফেলছি। বড় দলগুলোকে এভাবে সুযোগ দেওয়া মানে অনেক বেশি পিছিয়ে থাকা। চেষ্টা করা ছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই। ’

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ