ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ক্যারিয়ার সেরা রেটিংয়ে মুশফিক, সাব্বিরের লম্বা লাফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, সেপ্টেম্বর ৮, ২০১৭
ক্যারিয়ার সেরা রেটিংয়ে মুশফিক, সাব্বিরের লম্বা লাফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি শুক্রবার (০৮ সেপ্টেম্বর) ক্রিকেটারদের টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে দারুণ পারফর্মে ব্যাটসম্যানদের তালিকায় টাইগারদের দলপতি মুশফিকুর রহিম এবং মিডলঅর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে।

শুধু উন্নতিই নয়, মুশফিকের র‌্যাংকিং তার টেস্ট ক্যারিয়ারের সেরা না হলেও ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টে পৌঁছেছে।

এক ধাপ উন্নতিতে মুশফিকুর রহিমের বর্তমান অবস্থান ২২তম।

তার ক্যারিয়ার সেরা অবস্থান ছিল ২১তম। তবে, মুশফিক ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন। বাংলাদেশের টেস্ট অধিনায়কের বর্তমান রেটিং পয়েন্ট ৬৫৮। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে মুশফিকের ব্যাট থেকে এসেছিল ১৮ ও ৪১ রান। সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিক দুই ইনিংসে করেন ৬৮ ও ৩১।

এদিকে, র‌্যাংকিংয়ে ২২ ধাপ উন্নতি হয়েছে সাব্বির রহমানের। ঢাকা টেস্টে সাব্বির ব্যাট হাতে করেন ০ ও ২২ রান। আর চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ৬৬ ও ২৪ রান করে সাব্বির উঠে আসেন ৭৩তম স্থানে।

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষ চারটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ভারতের চেতেশ্বর পূজারা। একধাপ উন্নতি করায় বাংলাদেশে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার উঠেছেন পাঁচ নম্বরে। ওয়ার্নারকে জায়গা ছেড়ে দিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি। পাকিস্তানের আজহার আলি সাত, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক আট, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা নয় আর ভারতের লোকেশ রাহুল দশ নম্বরে অবস্থান করছেন।

এদিকে, ব্যাটসম্যানদের তালিকায় তামিম ইকবাল ১৬তম, সাকিব আল হাসান ১৯তম, মুমিনুল ৩৭তম, সৌম্য সরকার ৬১তম, ইমরুল কায়েস ৭১তম আর নাসির ৭৫তম অবস্থানে জায়গা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ